চরফ্যাশনের জেলা প্রশাসক ইকো রিসোর্ট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ॥ চরফ্যাশন বিছিন্ন দ্বীপ চরকুকরি মুকরি আধুনিক রেস্ট হাউজের পশ্চিম
পাশে “জেলা প্রশাসক ইকো রিসোর্ট ” উদ্বোধন করেন সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও অতিরিক্ত সচিববৃন্দ।
বৃহম্পতিবার সকালে “জেলা প্রশাসক ইকো রিসোর্ট”এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এই সময় সিনিয়র সচিব কে এম আলী আজম, অতিরিক্ত সচিব আব্দুস সবুর মন্ডল, বিভাগীয় কমিশনার, আমিন উল আহসান, জেলা প্রশাসক তৌফিক-ই- এলাহি , উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বুধবার ও বৃহম্পতিবার দু‘দিন যাবৎ তারা কুকরি মুকরি ও চরফ্যাশন উপজেলার প্রধানমন্ত্রীর মজিববর্ষের ঘরসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্র্যক্রম পরিদর্শন করেন। চরফ্যাশনের আনাচে-কানাচে এত উন্নয়ন দেখে তারা এমপি জ্যাকবসহ সকলের প্রশংসা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ও সহকারী কমিশনার (ভূমি) সিনিয়র সচিব ও অতিরিক্ত সচিবসহ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।