উজিরপুরে সড়কে দুর্ঘটনায় রোধে জেলা পুলিশ সুপারের বিশেষ অভিযান

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৩, সেপ্টেম্বর ২৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ সড়কে শৃঙ্খলা বজায় ও দুর্ঘটনা রোধে অভিযান পরিচালনা করা হয়।গত কাল বুধবার রাত ১০ টার সময় উজিরপুরের ইসলাদি পুলিশ চেকপোস্টে বরিশাল জেলাপুলিশ সুপার অহেদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম,মমিন উদ্দিন ওসি তদন্ত উজিরপু থানা, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান ও ফোরকান,ট্রাফিক সার্জেন্ট আতিক ও আলমগীর হোসেন এ আরো উপস্থিত ছিলেন জেলা ট্রাক সমিতির সহ-সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ বেপারী, লাইন সম্পাদক রফিকুল ইসলাম।উজিরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুল রহিম সরকার,সহ সভাপতি মো নুরুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক মুন্না,ক্রীয়া সম্পাদক মো এমদাদুল কাসেম সেণ্টু সহ উজিরপুরে কর্মরত সাংবাদিক বিন্দু,জেলাপুলিশ সুপার বলেন মাহাসড়কে প্রত্যেকটা গাড়ির হেডলাইটের এক-তৃতীয়াংশ কালো কালি দিয়ে আবৃত করে রাখতে হবে। দুর্ঘটনা রোধে মহাসড়কে কোন প্রকার টমটম ভটভটি থ্রি হুইলার এবং অটোরিক্সা চলতে পারবে না। তিনি আরো বলেন, বরিশাল বাস মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতির সহ পরিবহন দপ্তর কে সাত দিনের সময় বেঁধে দেন, এর ধারাবাহিকতায় গতকাল থেকে এ অভিযান পরিচালনা করেন, এসময় বাস-ট্রাক এবং মাইক্রোবাস সহ বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে মামলা ও সতর্ক করা হয়।