পটুয়াখালীতে তথ্য অধিকার দিবস পালিত

দেশ জনপদ ডেস্ক | ২০:১৭, সেপ্টেম্বর ২৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এবং পটুযাখালী ডিস্টিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)’র সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উদযাপন করা হয়। এতে আলোচনা সভার আয়োজন করা হয়। ডিস্ট্রিক পলিসি ফোরামের জেলা সভাপতি আমিনুল ইসলাম সিরাজ এর সঞ্চালনে আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. হূমায়ন কবির এবং প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. কামাল হোসেন। সভায় সৈয়দা সবনম মোন্তারি এবং ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সভায় আরোও উপস্থিত ছিলেন পি ফর ডি প্রকল্পের অধীনে পরিচালিত ডিস্টিক্ট পলিসি ফোরামের আমন্ত্রিত অতিথি বৃন্দ। সভায় ডিপিএফ এর পক্ষ থেকে তথ্য অধিকার আইন ও এর চর্চা বিষয়ক কী নোট পেপার উপস্থাপন করা হয়। তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে তথ্য না পেলে অভিযোগ করা যায় এ বিষয়ক একটি ভিডিও চিত্র প্রর্দশন করা হয়। কী নোট পেপার উপস্থাপনায় তথ্য অধিকার আইনের চর্চার একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। ডিপিএফ এর বিভিন্ন সামাজিক জবাবদিহিতা বিষয়ক কার্যক্রমের জন্য এর ব্যবহার ও প্রচার বৃদ্ধি পেয়েছে।