বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত

দেশ জনপদ ডেস্ক | ২০:১৫, সেপ্টেম্বর ২৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। তিনি বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আর সেই দেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তর করেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন, সভাপতি সুমন হোসেন মোল্লা, পৌর ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন প্রমুখ। আলোচনা শেষে সংসদ সদস্য মো. শাহে আলমের নেতৃত্বে পৌর শহরে আনন্দ র‌্যালী বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।