ভোলায় খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে শিশু নিহত

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৫, সেপ্টেম্বর ২৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ রান্নার ঘরে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. জুম্মান নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জুম্মান বোরহানউদ্দিন পৌর ৬ নম্বর ওয়ার্ডের কাপড় ব্যবসায়ি মো. মাকসুদুর রহমানের ছোট ছেলে। ৩ ভাইয়ের মধ্যে জুম্মান সবার ছোট। জুম্মানের মামা শাহিন হাওলাদার জানান, বেলা ১১টার দিকে জুম্মানের মা রান্না ঘরে রান্নাবান্নার কাজ করছিলেন। তখন সে তাঁর মায়ের সঙ্গেই ছিলেন। একপর্যায়ে সে রান্নাঘরে খেলা করতে গিয়ে ঝুলে থাকা লাল স্কচটেপ পেঁচানো একটি বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎপৃষ্ঠ হোন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।