বরিশালে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
দেশ জনপদ ডেস্ক|১৮:৫৫, সেপ্টেম্বর ২৮ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে বুধবার দুপুরে নগরীর শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ওয়াহেদুর রহমান, বিএমপির উপ-কমিশনার (দক্ষিন) আলী আশরাফ, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা। সমাবেশে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরসহ নগরীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে এ উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শিল্পকলা একাডেমী চত্তরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু-সুন্দর পরিবেশে উদযাপনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সজাগ দৃষ্টি রাখার আবিান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।