এ্যাপ্রোচ সড়ক নেই, মই দিয়ে পারাপার

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩৬, সেপ্টেম্বর ২৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ব্রিজ নির্মাণ করা হলেও এ্যাপ্রোচ সড়ক না থাকায় মই ব্যবহার করে চলাচল বাউফলের সূর্যমনি ইউনিয়নের পূর্ব ইদ্রোকুল গ্রামে সত্তার হাওলাদার বাড়ি সংলগ্ন খালের ওপর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৮১ লাখ টাকা ব্যয়ে একটি আরসিসি গার্ডার ব্রিজের ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে টাইভিম নিচের দিকে ঝুলে গেছে। এর ফলে ব্রিজটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যে কোন সময় ব্রিজটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ব্রিজটির দুই পাশে এ্যাপরোচ সড়ক নির্মাণ না করায় স্থানীয়রা মই দিয়ে ব্রিজ পার হচ্ছেন।