ফেসবুকে লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

কামরুন নাহার | ২১:৪৪, এপ্রিল ১৫ ২০২০ মিনিট

ফেনীতে ফেইসবুকে লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ই এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ফেইসবুক লাইভে এসে কুপিয়ে হত্যা করা সেই ঘাতক টুটুল নিজেই ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে তার স্ত্রীকে (তাহমিনা) হত্যার কথা জানান। হত্যার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে ঘাতক টুটুল বলেন, ‘প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দেবেন, আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস। যার কারণে ধ্বংস আজকে তারে আমি এ মুহূর্তে ধ্বংস করে দিলাম। আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, পারি নাই। আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করে দেবেন। আমার এতিম মেয়েটার খেয়াল রাখবেন। আমার ভাইবোনগুলোর খেয়াল রাখিয়েন। আমার পরিবার ভাইবোনগুলার কোনো দোষ নাই। কেউ এটাতে সম্পৃক্ত না। আমি আমার আজকের এ ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী।'পুলিশ ও তাহমিনার পরিবার জানায়,  পাঁচ বছর আগে টুটুলের সাথে তাহমিনার প্রেমের বিয়ে হয়। আর্থিক অসচ্ছলতা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে ফেইসবুকে লাইভে এসে হত্যা করে তাহমিনাকে। এ ঘটনায় টুটুলকে আটক করেছে পুলিশ। যদিও টুটুলের পরিবারের দাবি, তাহমিনার সাথে অন্যজনের অনৈতিক সম্পর্ক থাকায় এ ঘটনার মূল কারণ। তাদের ঘরে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক টুটুলকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও ফেইসবুকে প্রচার চালানো মোবাইল জব্দ করে।