ভোলায় জন্ম নিলো পেট জোড়া লাগা জমজ শিশু
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার একটি বেসরকারি ক্লিনিকে একসঙ্গে পেট জোড়া লাগা দুই কন্যাশিশুর জন্ম হয়েছে। বর্তমানে শিশু দুটি সুস্থ রয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের কালিনাথ রায়ের বাজারের বন্ধন হেলথ কেয়ারে ওই শিশুদের জন্ম দেন মুক্তা বেগম। তার স্বামী সাইফুল ইসলাম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা।
বন্ধন হেলথ কেয়ারের পরিচালক মো. আমিন জানান, ওই প্রসূতির প্রসব ব্যথা উঠলে শুক্রবার বেলা ১১টার দিকে আমাদের ক্লিনিকে ভর্তি করা হয়। পরে বিকেলের দিকে ডা. জান্নাত-ই-আলমের তত্ত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে ওই জোড়া লাগানো দুই শিশুর জন্ম দেন প্রসূতি।
বিষয়টি নিশ্চিত করে ডা. জান্নত-ই-আলম বলেন, বর্তমানে শিশু দুটি ও প্রসূতি মা সুস্থ আছে। নবজাতকদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানকার সার্জারি বিভাগের চিকিৎসকরা এ বিষয়ে উন্নত চিকিৎসা দিতে পারবেন।