স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

দেশ জনপদ ডেস্ক | ১৭:১২, সেপ্টেম্বর ২৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. এনামুল ব্যাপারী নামে পুলিশের এক কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা পৌর শহরের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত এনামুল ভোলা পুলিশ লাইনে কর্মরত আছেন। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া এলাকায়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার  বলেন, এনামুল ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যার দিকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। ভোলা পৌর শহরের নতুন বাজার এলাকায় এলে একদল বখাটে তার স্ত্রীকে উত্ত্যক্ত করে। এতে এনামুল প্রতিবাদ জানালে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, এনামুল ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখন পর্যন্ত এক বখাটেকে আটক করেছি। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।