পুলিশ পরিচয়ে দিনমজুর-ভ্যানচালকের টাকা ছিনতাই, গ্রেফতার ১

দেশ জনপদ ডেস্ক | ১৬:৫৭, সেপ্টেম্বর ২৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে পুলিশ পরিচয় দিয়ে দিনমজুর ও ভ্যানচালকের কাছ থেকে টাকা ছিনতাইয়ে ঘটনা ঘটেছে। পাশাপাশি এ ঘটনায় দায়েরকৃত মামলায় ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন। তিনি জানান, পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মৃদুল সরদার (২৬) নামে এক যুবককে আটক করা হয়। মৃদুল গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার মৃত মাহফুজ সরদারের ছেলে। এছাড়া এ ঘটনায় দিনমজুর সুজন দাস গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। সে মামলায় আটক মৃদুল সরদারকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মামলার বাদী আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের জয়দেব দাসের ছেলে দিনমজুর সুজন দাস বলেন, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে পানবরজের জন্য মালামাল কিনতে ভ্যানযোগে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বিল্বগ্রাম-পতিহার সড়কের সংযোগস্থলে আমাকে বহনকারী ভ্যানটিকে থামায় দুই যুবক। এ সময় পুলিশ পরিচয় দিয়ে আমাদের কাছে গাঁজা আছে দাবি করে শরীর তল্লাশি চালিয়ে আমার কাছ থেকে এক হাজার ও ভ্যানচালক শুভ করের কাছ থেকে এক হাজার ২০০ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই দুই ছিনতাইকারীর মধ্যে একজনকে চিনে ফেলে। পরে জানতে পারি দুই ছিনতাইকারীর মধ্যে একজনের নাম মৃদুল সরদার। তিনি গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাসেমাবাদ গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আমিন জানান, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে কাসেমাবাদ এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য মৃদুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন মৃদুল। তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী সুজন দাস ছিনতাইকারী মৃদুলসহ তার অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।