স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

দেশ জনপদ ডেস্ক | ১৭:২২, সেপ্টেম্বর ২৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ সন্তান সম্ভাবা স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছে স্বামী মাসুদ বেপারী (৩২)। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের। নিহত মাসুদ ওই গ্রামের সেলিম বেপারীর ছেলে। সে রবি কোম্পানির সেলসম্যান ছিলো। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিহতের পরিবারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, গত তিন বছর আগে প্রেমের সম্পর্কে শারমিন অপু নামের এক তরুনীকে বিয়ে করে মাসুদ। গত ২২ দিন আগে তার সন্তান সম্ভাবা স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়। স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে মানসিকভাবে ভেঙে পরেছিলো মাসুদ। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সবার অজান্তে বিষপান করলে তাকে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মাসুদ। তিনি আরও জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় বৃহস্পতিবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।