নদী ভাঙ্গন রোধে ১১শত কোটি টাকার কাজ দ্রুত বাস্তবায়নে এমপি শাওনের জোড়ালো অনুরোধ

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩০, সেপ্টেম্বর ২১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর সকালে স্থায়ী কমিটির সভাপতি জনাব রমেশ চন্দ্র সেন এমপি’র সভাপতিত্বে দক্ষিনাঞ্চল সহ উপকুলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত কারনে সৃষ্ট নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারের গুরুত্বপূর্ণ ভুমিকার প্রসংশা করেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভোলা জেলার নদীভাঙ্গন প্রতিরোধকল্পে নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিন উপজেলার জন্য বরাদ্দকৃত ১১শত কোটি টাকার কাজ দ্রুত বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।