বরিশালে সংঘর্ষে আটজন আহত

কামরুন নাহার | ২০:০৫, এপ্রিল ১৫ ২০২০ মিনিট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইট বালুবাহী ট্রলি চলাচলে বাঁধা দেওয়ার জেরধরে জেলার গৌরনদী উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামে দুইগ্র“পের সংঘর্ষে আটজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে নলগোড়া বাজারের ইট বালু ব্যবসায়ী শহিদুল ইসলাম জোমাদ্দার জানান, নলগোড়া নদীর পাড় থেকে ট্রলিতে করে বালু নিয়ে আসছিলেন শ্রমিকরা। বালু ভর্তি ট্রলি নিয়ে পূর্ব হোসনাবাদ গ্রামের যুবলীগ নেতা জসিম উদ্দিনের বাড়ির সামনে আসলে ট্রলি প্রতি দুইশ’ টাকা চাঁদা দাবী করে জসিম ও তার সহযোগি লালন ও নাহিদ বেপারী। এনিয়ে জসিমের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে (শহিদুল) পিটিয়ে আহত করা হয়। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে শহিদুলের পক্ষের মুক্তিযোদ্ধা রতন আলী ও তাপস হাওলাদার নামের দুইজন গুরুতর আহত হয়। তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়রা সালিশ মীমাংসার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার কথা বললে তিনি আর মামলা করেননি। অথচ তার প্রতিপক্ষ তাদের (শহিদুল) উপর হামলা করেও উল্টো মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আসছে। অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা জসিম উদ্দিন জানান, করোনা ভাইরাসের কারনে নলগোড়া রাস্তায় যাতে ট্রলি চলাচল না করতে পারে এজন্য গাছের গুরি ফেলে রাখে স্থানীয়রা। রাস্তায় গাছের গুরি রাখার বিষয়টি নিয়ে তাকে (জসিম) সন্দেহ করে পূর্ব হোসনাবাদ গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল। এনিয়ে তার সাথে কথা কাটি শুরু হলে বিএনপি নেতা শহিদুলের নেতৃত্বে তাকে (জসিম) পিটিয়ে গুরুতর আহত করা হয়। এসময় প্রতিপক্ষের হামলায় তার পক্ষের আরো চারজন গুরুতর আহত হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।