পটুয়াখালীর সাংবাদিক লিটুর উপর সন্ত্রাসী হামলা

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩৩, সেপ্টেম্বর ২১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক সঞ্জয় দাস লিটু বিডি নিউজ ২৪ এর প্রোগ্রাম থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় পটুয়াখালী ব্রিজের উত্তরপাড় শিয়ালীবাজারে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সঞ্জয় দাস লিটু নিউজ ২৪ টিভি, বিডি নিউজ ২৪, বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা ট্রিবিউন এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পটুয়াখালী জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। তারা অতিদ্রুত এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সাংবাদিক লিটু বিডি নিউজ ২৪ এর ঢাকায় একটি কর্মসূচী শেষে বিকেলে মেঘনা পরিবহনের বাসে পটুয়াখালী রওয়ানা করে। এসময় একজন সন্ত্রাসী তাকে নজরে রাখে এবং পটুয়াখালীর কাছাকাছি পৌঁছালে তার উপর হামলা করে পালিয়ে যায়। পরে বরগুনা বিডি নিউজ ২৪ এর প্রতিনিধি মো. কামাল হোসেন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কামাল হোসেন বলেন,‘মেঘনা পরিবহন বাসটি পটুয়াখালী পৌঁছালে হঠাৎ করে অজ্ঞাত একজন সন্ত্রাসী সাংবাদিক লিটুর উপর হামলা করে। এসময় লিটু গুরুতর আহত হয়। হামলার সময় ঐ সন্ত্রাসী নিজেকে পটুয়াখালী শীর্ষ ৫ জন সন্ত্রাসীর মধ্যে নিজেকে শ্রেষ্ঠ বলেও দাবী করেন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন,‘ আমি ঘটনাস্থল পরিদর্শন করে আহত সাংবাদিকের খোঁজ খবর নিয়েছি। এবং আমি ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যার সহ পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে তার কথা শুনেছি। পুলিশ সুপার স্যার এ বিষয়ে অবগত আছেন। হামলাকারীরা কেউ রেহাই পাবে না, দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।’