সাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩৬, সেপ্টেম্বর ২১ ২০২২ মিনিট

রিপোর্ট দেশজনপদ ॥ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রাসহ সব সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে উপকূলের কাছাকাছি থেকে কিছু কিছু মাছধরা ট্রলারকে উত্তাল সাগরের মধ্যে চলাচল করতে দেখা গেছে। তবে মহিপুর-আলীপুর মৎস্য বন্দরের খাপড়াভাঙা নদীতে অবস্থান করছে সহস্রাধিক মাছধরা ট্রলার। চলমান লঘুচাপের প্রভাবে উপকূলের আকাশ ঘন মেঘে আচ্ছাদিত রয়েছে। গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে।