বৈরী আবহাওয়ায় ফের স্বপ্ন ভঙ্গ উপকূলের জেলেদের
নিজস্ব প্রতিবেদক ॥ গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে উঠেছে সাগরে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে ফিরতে শুরু করেছে উপকূলীয় এলাকার মাছ ধরার ট্রলারগুলো।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বঙ্গোপসাগরের তীরবর্তী জেলা বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে আশ্রয় নিচ্ছে এসব ট্রলার।
জেলেরা জানান, সাগরে হঠাৎ করেই তিন নম্বর সংকেত জারি হওয়ায় ফিরতে শুরু করেছেন তারা। এতে ফের স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের।
সাগর উত্তাল থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় শত শত ট্রলার এসে নিরাপদ আশ্রয় অবস্থান করছে। তবে, এখনো অনেক ট্রলার আসতে পারেনি বলে জানিয়েছেন আড়তদাররা। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগরে কোনো ট্রলার ডুবি বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলে মোকলেছুর ও মাঝি ছালাম জানান, পাথরঘাটার বিষখালী নদী থেকে গত তিন দিন আগে সাগরে মাছ শিকারের জন্য যাই। তবে, বৈরী আবহাওয়ার জন্য মাছ না ধরেই উপকূলে ফিরে আসতে হয়েছে। এতে ফের স্বপ্ন ভঙ্গ হয়েছে জেলেদের।
অবরোধকালীন কর্মহীন সময়ে জাল, ট্রলার মেরামতে সময় পার করলেও তাদের ভাগ্যে জোটেনি বরাদ্দকৃত সরকারি চাল। ফলে পরিবার নিয়ে তাদের পার করতে হয়েছে মানবেতর জীবন। এখন আবার আবহাওয়া খারাপ, তাই সমুদ্রযাত্রা অনিশ্চিত।
বাংলাদেশ ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী। জানান, আমরা সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লঘুচাপের খবর পেয়েছি। বৈরী আবহাওয়ার কারণে লোকসান নিয়ে ফিরে আসা ট্রলার নিয়ে ধারদেনা করে আবারও সাগরে গিয়েছিল জেলেরা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শত শত ট্রলার এসে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। এখনো অনেক ট্রলার আসতে পারেনি। এবারের নিম্নচাপ ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে এসেছে মৎস্যজীবীদের জন্য। এখন প্রতিটি ট্রলারের মালিকই দেনাগ্রস্ত।
বরগুনা সাইক্লোন প্রিপারনেস প্রোগ্রাম (সিপিপি) জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ কারণে পায়রাসহ দেশর সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।