বাফার গুদামের কর্মকর্তার বিরুদ্ধে দুদক’র মামলা

দেশ জনপদ ডেস্ক | ২০:২৭, সেপ্টেম্বর ১৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী বাফার গুদামের সাবেক ডিপো-ইন-চার্জ হারুন অর রশিদের বিরুদ্ধে ৩৩৫.৯৫ টন সার আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত রবিবার একটি মামলা দায়ের করা হয়েছে। দুদক’র পটুয়াখালীর সাবেক উপ-পরিচালক (বর্তমানে) খুলনা বিভাগীয় কার্যালয়ে কর্মরত ) মোঃ ওয়াজেদ আলী গাজী বাদি হয়ে দুদক কার্যালয়ে মামলাটি দায়ের করেন। আত্মসাতকৃত সারের বাজার মূল্য ৮২ লাখ ৮৮ হাজার টাকা। মামলার বিবরনে জানা গেছে, হারুন অর রশিদ ২০০৯ সালের ২৭ জুন থেকে ২০১৬ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালী বাফার গুদামে ডিপো ইন চার্জ হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে অন্যত্র বদলী করা হলে মশিউল ইসলামকে পটুয়াখালী বাফার গুদামের ডিপো ইন চার্জ হিসেবে দায়িত্ব দেয়া হয়। বিদায়ী হারুন অর রশিদ তার স্থলাভিষিক্ত মশিউল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় সারের স্টকে ৩৩৫.৯৫ টন সার ঘাটতি পাওয়া যায়, যার আমদানী মূল্য ৮২ লাখ ৮৮ হাজার ৮১৬ টাকা। হারুন অর রশিদ বরিশালে জেলার বানাড়িপাড়া উপজেলার বালিয়া কাঠি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। মামলার বাদি মোঃ ওয়াজেদ আলী গাজী বলেন, হারুন অর রশিদ সার আত্মসাত করে দন্ডবিধি ৪০৯ এবং ১৯৭৪ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলাটি দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে পটুয়াখালী বাফার গুদামের সাবেক ডিপো-ইন-চার্জ হারুন অর রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।