লালমোহনে ৫ কোটি টাকার জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে ১৬ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
শনিবার (১৭ সেপ্টম্বর) সকালে উপজেলার নাজিরপুরঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পাড় থেকে জালগুলো জব্দ করা হয়।
জব্দ জালের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এ নিয়ে গত দু’দিনে ১৭ কোটি টাকার জাল জব্দ করল কোস্টগার্ড সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকালে নাজিরপুরঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পাড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ কারেন্ট ১৬ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
অভিযানের বিষয়টি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।