পটুয়াখালীতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীতে প্রথমবারের মতো বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় পটুয়াখালী মেডিকেল কলেজের আয়োজনে র্যালি, সভা ও কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এসময় পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ফয়জুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মতিন, মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউল করিম, ডা. সিদ্ধার্থ শঙ্কর দাস প্রমূখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিটি মানুষের বাসস্থান ও শহরকে পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, তাই প্রতি বছর দিবসটি পালিত হলেও পটুয়াখালীতে এই প্রথম পালন করছি।
কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ স্থানকে পরিচ্ছন্ন রাখায় উদ্বুদ্ধ করতে কলেজে এই আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতি মাসে অত্র কলেজ ক্যাম্পাসে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে বলে জানান বক্তারা। পরে র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিস্কার-পরিচ্ছন্নাতায় অংশ নেয়।