তৃণমূল পর্যায়ের অপরাজিতাদের সঙ্গে সংসদ সদস্যদের মতবিনিময়

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৩, সেপ্টেম্বর ১৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপের আওতায় তৃণমূল পর্যায়ের অপরাজিতাদের সঙ্গে বরিশালে সংসদ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের বান্দরোডস্থ হোটেল গ্র্যান্ড পার্কের হলরুমে এ সভার আয়োজন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) সৈয়দা রুবীনা আক্তার মীরা, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তীসহ নারী জনপ্রতিনিধি ও বিভাগের ৪৩ জন অপরাজিতা প্রমুখ। সভায় অতিথিরা বলেন, দেশ স্বাধীনতা অর্জন করলেও সমাজ আর ধর্মের দোহাই দিয়ে পিছিয়ে রাখা হচ্ছে নারীদের। ক্ষমতায়নে নারীদের পাশে থাকার পাশাপাশি অধিকার আদায়ে সহযোগীতার কথা জানান তারা। লিঙ্গ বৈষম্য নয় নিজের যোগ্যতায় নারী পুরুষ সমান ভাবে এগিয়ে যাবে এমনটা আশা তাদের। তাই সংরক্ষিত আসনের মধ্যে সীমাবদ্ধ না থেকে যোগ্যতা অনুযায়ী পুরুষের পাশাপাশি নারীরা নিজেদের প্রমাণের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। এদিকে শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। এসময় বিভাগের বিভিন্ন স্থরের নেতৃত্বদানকারী অপরাজিতারা নারীদের ক্ষমতায়নে সবার সহযোগিতা কামনা করেন। সভায় উত্থাপিত বিভিন্ন তথ্যের সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ জন নারী চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭ জন নির্বাচিত হয়েছে। আর সাধারণ আসনে ৪৫ জন নারী প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন ৯ জন। সব ধরনের নির্বাচনে নারীদের অংশগ্রহণের ইচ্ছা থাকলেও সহযোগিতার অভাবে পারছে না তারা। অপরদিকে রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন তার বক্তব্যে বলেন, পরিসংখ্যান বলছে, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। সাধারণ আসনে নারী সংসদ সদস্যের সংখ্যা ২২। আর সংরক্ষিত আসনের ৫০টি নিয়ে মোট নারী সংসদ সদস্যের হার ২২ শতাংশে এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য, বরিশাল বিভাগের ১০২টি ইউনিয়নে ১ হাজার ৫৫০ জন অপরাজিতা রয়েছে।