আগৈলঝাড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ২০:০৯, সেপ্টেম্বর ১১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানাজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সহযোগীতায় শনিবার বিকেলে গৈলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ শোয়াইব মিয়া এই অভিযান পরিচালনা করেন। এসময় গৈলা বাজারে মূল্য তালিকা না থাকায় মায়ের দোয়া ষ্টোরকে ৩ হাজার টাকা, বাপ্পি ষ্টোরকে ৩ হাজার টাকা, রাসেদ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করায় মা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রি করায় নাহার মেডিকেল হলকে ৪ হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।