নৌকার পক্ষে কাজ করায় কান ধরে উঠবসের ভিডিও ভাইরাল

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৭, সেপ্টেম্বর ১১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করায় ৬ শিক্ষার্থীকে কান ধরে উঠবস করার অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইব্রাহিম ফারুককে ৬৫ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন দলটির বিদ্রোহী প্রার্থী এসএম মহসীন। নির্বাচনের পর একাধিক সহিসং ঘটনায় নৌকা মার্কার সমর্থকরা কোণঠাসা হয়ে পড়েন। সর্বশেষ রোববার নৌকা মার্কার কয়েকজন সমর্থককে প্রকাশ্যে কান ধরে উঠবস করানোর একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওচিত্রে দেখা যায়, বিদ্রোহী প্রার্থীর সমর্থক তামিম, সবুজ, নান্টু ও মাসুদ রানাসহ কয়েকজন কিশোর নৌকা মার্কার সমর্থক রাব্বি, শাওন, রাজ্জাক ও জিসানসহ ৬ জনকে কান ধরে উঠবস করাচ্ছে। শনিবার স্থানীয় ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ অমানবিক ঘটনা আরও একাধিক কিশোর প্রত্যক্ষ করছে। ভয়ে কেউ প্রতিবাদ করছে না। এ প্রসঙ্গে পরাজিত নৌকা মার্কার প্রার্থী ইব্রাহিম ফারুক বলেন, নির্বাচনের পর থেকেই নাজিরপুর ইউনিয়নে বিজয়ী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীনের নির্দেশে অমানবিক বর্বরতা চলছে। কিশোর ছেলেরাও রেহাই পাচ্ছে না। বিষয়টি জেনেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবশ্য বিষয়টি অস্বীকার করে বিজয়ী চেয়ারম্যান এসএম মহসীন বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমার কোনো লোক জড়িত নয়। বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে।