কামরুন নাহার | ১৩:২৬, এপ্রিল ১৫ ২০২০ মিনিট

তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে হেলেন সিলেটের প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন। বুধবার সকাল ৭ সাড়ে টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায় গত ৫ই এপ্রিল। করোনা আক্রান্ত হওয়ার পর তিনি নগরীর হাউজিং এস্টেটের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। ৭ই এপ্রিল তার শ্বাসকষ্ট দেখা দিলে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা না থাকাায়  ৮ই এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। সোমবার তার শাররীক অবস্থার অবনিত হলে আইসিইউতে নেয়া হয়।তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। ডা. মঈনের বাড়ি নগরীর হাউজিং এস্টেট এলাকায়। মুল বাড়ি সুনামগঞ্জের ছাতকে। সিলেট সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি জানিয়েছেন- তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি নগরীর ইবনে সিনা হাসপাতালের চেম্বারে রোগী দেখতেন। মানবিক ডাক্তার হিসেবে তার পরিচিতি ছিলো সবার কাছে।