জিএম কাদেরের ছিনতাই হওয়া ফোন ৩ বার বিক্রি

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৮, সেপ্টেম্বর ০৮ ২০২২ মিনিট

রিপোর্ট দেশজনপদ ॥ রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন অবশেষে উদ্ধার করেছে পুলিশ। বিমানবন্দর থানা পুলিশ বুধবার রাত ১০টায় মোবাইল ফোনটি উদ্ধার করার পাশাপাশি ছিনতাইকারী ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ছিনতাইয়ের পর মোবাইলটি ৪ থেকে ৫ বার হাতবদল হয়। প্রথমে ছিনতাইয়ের পর মোবাইলটি বিক্রি হয় মাত্র ১৮ হাজার টাকায়। এরপর বিক্রি হয় ২০ হাজার ও সবশেষ মোবাইলটি বিক্রি হয় ২২ হাজারে। পরে বুধবার রাতে ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় বিমানবন্দর থানা পুলিশ। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, গত ৩১ আগস্ট রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির জানালা খুলে হাতে মোবাইল নিয়ে কাজ করছিলেন জিএম কাদের। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যায়। জিএম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় টানা ৭ দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। সবশেষ বুধবার রাতে মোবাইলটি উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ছিনতাইয়ের পর আইফোনটি মাত্র ১৮ হাজার টাকায় বিক্রি হয়। যার কাছে বিক্রি করা হয় তিনি আবার ২০ হাজারে বিক্রি করেন। এরপর তৃতীয় ব্যক্তি ২২ হাজারে মোবাইলটি বিক্রি করেন। এ ঘটনায় ছিনতাইকারী ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আরও মোবাইল ফোন ছিনতাইয়ের সঙ্গে জড়িত কিনা নিশ্চিত হওয়া যাবে।