৮টার অফিসে ৯টায়ও দেখা মিলছে না কর্মকর্তাদের

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩০, সেপ্টেম্বর ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বেশিরভাগ সরকারি অফিসের কর্মকর্তারা মানছেন না সরকার নির্ধারিত অফিস সময়সীমা। ৮টার অফিসে ৯টা, কখনো কখনো ১০টায়ও দেখা মিলছে না তাদের। এতে সেবা বঞ্চিত হচ্ছেন সেবাপ্রত্যাশীরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি অফিসে গিয়ে দেখা যায়, বেশিরভাগ অফিসের কর্মকর্তারা অনুপস্থিত। অফিসগুলোতে ৩য়/৪র্থ শ্রেণির কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপজেলা সমাজসেবা অফিস, পল্লী উন্নয়ন, জনস্বাস্থ্য, নির্বাচন অফিস, সমবায়, পরিসংখ্যানসহ বিভিন্ন দপ্তরে গিয়ে প্রায় একই চিত্র পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, সরকার নির্ধারিত সময়ে সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকতে হবে। এ বিষয়ে সবাইকে অবগত করা হয়েছে। এর পরও যদি কেউ নির্ধারিত সময় না আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।