বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
দেশ জনপদ ডেস্ক|১৮:৫৪, সেপ্টেম্বর ০৮ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ মেয়াদোত্তীর্ন মাংস বিক্রি এবং বিএসটিআইর অনুমোদনহীন গুড়া মশলা সংরক্ষনের অভিযোগে বরিশাল নগরীর গোড়াচাঁদ দাশ রোডের প্রিমিয়াম মিট হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে তাদের রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ন মাংস ও দুধ একসাথে সংরক্ষষ এবং বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত হলুদ-মরিচের গুড়াসহ বিভিন্ন মশলা সংরক্ষণ করায় ভোক্তা অধিকার আইনে প্রিমিয়ার মিট হাউজ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।