বরিশালে আরো দুজনের করোনা শনাক্ত

কামরুন নাহার | ২৩:১৬, এপ্রিল ১৪ ২০২০ মিনিট

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৯জন। তাদের একজনের বয়স ৫। অপরজনের বয়স ২৩ বছর। এদের একজনের বাড়ি মুলাদী উপজেলায় এবং অপরজনের বাড়ি হিজলা উপজেলাতে। আজ মঙ্গলবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পরেজটিভ আসে। আজ রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালাক ডা. মোহম্মাদ বাকির হোসেন বলেন, রবিবার বিকেলে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫৫ বছর বয়স্ক ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষা করা হলে তার শরীরে করোনাভাইরাস পজেটিভ আসে। এছাড়া সোমবার হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৩ বছরের ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য শেবাচিম কলেজে ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষা করা হলে তার শরীরেও করোনাভাইরাস পজেটিভ আসে। বিয়টি আমরা জেলা প্রশাসককে অবহিত করেছি। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুই ব্যাক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি আশপাশের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। এছাড়া তাদের দুজনের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।