বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৯, সেপ্টেম্বর ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ জাহাঙ্গীর হোসাইন ও জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষিত ও সাক্ষরতা এক বিষয় নয়। একজন মানুষ যখন প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক শিক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যায় তখন তাকে শিক্ষিত বলা হয়। আর সাক্ষর মানে হলো কেবল অক্ষরজ্ঞান সম্পন্ন। অর্থাৎ যিনি পড়তে, লিখতে এবং হিসেব করতে পারেন।