নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরে অভিযান চালিয়ে একটি বেকারি ও একটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, মেয়াদবিহীন খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে বেলতলা বাজারের আরব বেকারিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া নগরের নতুন বাজার এলাকায় পাঁচ তারা রেস্টুরেন্ট ও সুইটসে বাসি, পঁচা মিষ্টি বিক্রয় ও নোংরাভাবে রান্না করা খাবার ফেলে রাখায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস।