দশমিনায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের
নিজস্ব প্রতিবেদক ॥ পটু্য়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পর্শে মো. আব্দুল্লাহ্ (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার আলীপুরা ইউনিয়নের মীরমদন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের মো. মাহাতাব হাওলাদারের ছেলে।
স্বজনরা জানান, ঘটনার দিন সকালে কিশোর আব্দুল্লাহ্ মসজিদে পড়া শেষে বাসায় ফেরে। এ সময় ঘরে থাকা একটি বিদ্যুতের প্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ওসি মো. মেহদী হাসান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।