ঝালকাঠিতে শুরু হচ্ছে মার্কস অ্যাকটিভ দাবা প্রতিযোগিতা

দেশ জনপদ ডেস্ক | ২০:০১, সেপ্টেম্বর ০৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে মার্কস অ্যাকটিভ স্কুল দাবা প্রতিযোগিতা। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঝালকাঠি পুলিশ লাইনের ড্রিল শেডে দুই দিনব্যাপী চলবে এই প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এবং বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। প্রতিযোগিতা সফল করার জন্য বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হবে কর্মশালা। এর মধ্যে নলছিটিতে ৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯টায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে, ঝালকাঠি সদরে ১০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টায় মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে, কাঠালিয়ায় ১১ সেপ্টেম্বর (রোববার) সকাল ৯টায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে, রাজাপুরে ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম প্রতিযোগিতা অনুাষ্ঠিত হবে। এ কর্মশালায় প্রধান অতিথি থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। মার্কস অ্যাকটিভ স্কুল দাবা প্রতিযোগিতা সফল করতে ঝালকাঠিতে গত ৪ ও ৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও দাবা কমিটির সঙ্গে আলোচনা শেষে প্রতিযোগিতার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. জোহর আলী ও দাবা কমিটির সদস্যরা। মার্কস অ্যাকটিভ স্কুল দাবা প্রতিযোগিতা পরিচালনা কমিটিতে রয়েছেন- ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ফেডারেশন কর্তৃক মনোনিত দাবাড়ু মো. মনির হোসেন, মো. ছিদ্দিকুর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা নরেশ গাইন, জেলা ক্রীড়া কর্মকর্তা তরুণ কুমার কর্মকার প্রমুখ।