পুলিশ সদস্যকে কামড়েও রক্ষা হলো না মাদক কারবারির
নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ সদস্যকে কামড় দিয়েও রক্ষা পাননি তাইমুন মোল্লা নামে এক মাদক কারবারি।
পালিয়ে যাওয়ার সময় তাকে একশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে এবং দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার (০৭ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া তাইমুন মোল্লা উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের বাসিন্দা আজিজুল মোল্লার ছেলে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপপরিদর্শক নুর আলম ও উপপরিদর্শক আলী হোসেন সুজনকাঠী গ্রামে যান। ঘটনার সময় মাদক কারবারি তাইমুন মোল্লাকে উপপরিদর্শক আলী হোসেন ধরতে যান। ওইসময় তাইমুল তাকে কামড়ে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। যদিও অপর উপপরিদর্শক নুর আলম তাৎক্ষণিক ১০০ গ্রাম গাঁজাসহ তাইমুলকে ধরে ফেলেন।
এঘটনায় উপপরিদর্শক নুর আলম বাদী হয়ে বুধবার সকালে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।