নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউপি উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দীপক, কনস্টেবল মো. রাহাত ও মো. সজিব।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। এরপর কেন্দ্র থেকে ফেরার পথে হামলার শিকার হন তারা। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন বা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে আরও পুলিশ যাচ্ছে।