ভোলায় পরিমাপে পেট্রল-অকটেন কম দেওয়ায় জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩০, সেপ্টেম্বর ০৬ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় পরিমাপে পেট্রল ও অকটেন কম দেওয়ায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকার চরকালী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহামুদুল হাসান। তিনি জানান, চরকালী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাজী ভ্যারাইটিজ স্টোর ও তাহমিদ লুব হাউজ নামের দুই প্রতিষ্ঠান পেট্রল ও অকটেন বোতলে ভরে ক্রেতাদের লিটারপ্রতি ৬০-৮০ মিলিলিটার কম দিচ্ছিল। এ অপরাধে ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।