দু’ঘণ্টা বিদ্যুৎ ছিল না বরিশালের ৬ জেলায়, বিকল্প ব্যবস্থায় জরুরি সেবা
দেশ জনপদ ডেস্ক|১৯:৩৩, সেপ্টেম্বর ০৬ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় গ্রিডে ত্রুটির কারণে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল বরিশালের ৬ জেলার বাসিন্দারা। বেলা ১১ টার পর থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করে।
তবে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয় বেলা ২ টার দিকে। আর ভাদ্রের দুঃসহ গরমে এ সময়টুকু ভোগান্তিতে কোটিয়েছেন এ অঞ্চলের মানুষ। বিদ্যুৎ বিভাগের তথ্যানুযায়ী, সকাল ৯টা ৩ মিনিটে গোলযোগের কারণে বিদ্যুৎ চলে যায়। পরে সকাল ১০টা ৫৪ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
জাতীয় গ্রিডে গোলেযোগের কারণে ব্লাক আউটের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড অব কোম্পানি লি. বাংলাদেশের (পিজিসিবি) বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান পলাশ।
তিনি বলেন, প্রথম পর্যায়ে কম পাওয়ায়, সকল স্থানে বিদ্যুৎ সরবরাহ করা যায়নি। এজন্য লোডশেডিং দিতে হয়েছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম তারিকুল ইসলাম জানান, আন্ডার ফিকোয়েন্সির কারণে ন্যাশনাল গ্রিডে বিপর্যয়ের ফলে এ ঘটনা ঘটেছে। যদিও ২ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে।
এদিকে সকাল থেকেই ভোগান্ততিতে পড়ে বিদ্যুতের ওপর নির্ভরশীল সব প্রতিষ্ঠান।
তবে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে অস্ত্রপচারসহ জরুরি সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম সাইফুল ইসলাম বলেন, বিকল্প ব্যবস্থায় জেনারেটরের মাধ্যমে হাসপাতালের সকল অস্ত্রপচার কক্ষ চালু রাখা ছিল। কোনো অস্ত্রপচার বাতিল করা হয়নি।
একই কথা জানিয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, করোনার টিকা সংরক্ষণ ব্যবস্থা জেনারেটরের মাধ্যমে সচল রাখা হয়েছে।