ভোলায় ৪ ভারতীয় নাগরিকের কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৫, সেপ্টেম্বর ০৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় বিপুল পরিমাণ অবৈধ কাপড়সহ গ্রেফতার চার ভারতীয় নাগরিককে পাঁচ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- সুভাস মণ্ডল, লক্ষ্ণণ দাশ, পরাণ দাস ও রমেন দাস। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ চার ভারতীয় নাগরিকসহ ১৫ জনকে আটক করে কোস্টগার্ড। পরে তাদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে সোমবার ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত ওই চার ভারতীয় নাগরিককে কারাদণ্ড ও জরিমানা করেন। এছাড়া ওই মামলার অপর ১১ বাংলাদেশি আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত ভারতীয় চার নাগরিক এর আগে জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।