বরিশালের ৭ রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৯, সেপ্টেম্বর ০৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরকাউয়া থেকে পূর্বাঞ্চলের ৭টি রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডে সাধারণ যাত্রীদের ব্যানারে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফারুক হোসেন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এবং অ্যাডভোকেট একে আজাদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সারাদেশে বিআরটিএর নির্ধারিত বাস ভাড়া আদায় হলেও এর ব্যতিক্রম চরকাউয়া বাস মালিক সমিতি। তারা ইচ্ছামাফিক অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করা হয়। বক্তারা যাত্রী হয়রানি বন্ধ, শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এবং বিআরটিএর পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।’