পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ।
কামরুন নাহার|১৪:২২, এপ্রিল ১৫ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক ।। পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ করেছেন বেনজীর আহমেদ। বুধবার সকালে গণভবনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে বেনজীর আহমেদকে আইজিপি করে প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। ২০১৫ সালের ৭ জানুয়ারি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন বেনজীর আহমেদ। এর আগে তিনি ঢাকা মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। এদিকে সদ্য বিদায়ী আইজিপি জাবেদ পাটোয়ারি ২৫ মাস বাংলাদেশ পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। তার মেয়াদ শেষ হয়েছে ১৩ এপ্রিল। জাবেদ পাটোয়ারি তিন বছরের জন্য সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।