বরিশালে দুই ডায়াগনস্টিক ও ফার্মেসিতে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩১, সেপ্টেম্বর ০৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে দুটি ডায়াগনস্টিক সেন্টার এবং দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বান্দ রোডে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় বান্দ রোডের সাউথ ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার এবং সেবার মূল্য তালিকার অতিরিক্ত মূল্য নেওয়ায় নিউ মেডিএইড ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ফিজিশিয়ানের স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে কথা মেডিকেল হল থেকে ৩০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় জাহানারা মেডিকেল হল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া ও সমিরন মিত্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।