নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটিতে সভাপতি এস এম জিলানী,সাধারন সম্পাদক রাজিব আহসান,১নং সহ-সভাপতি ইয়ানি আলী, ১নং সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে মনোনিত করায় দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি, সমাবেশ ও মিষ্টি বিতরন করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল ও বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল কমিটি।
আজ রোববার (৪) সেপ্টেম্বর বিকাল ৫ নগরের সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জুুর নেতৃত্বে একটি আনন্দ র্যালি বেড় হয়।
এসময় র্যালিতে আরো অংশ গ্রহন করে বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম।
র্যালিটি নগরীর সদররোড, গ্রিজ্জামহল্লা সড়ক, চকবাজার ও কাটপট্রি সড়ক হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ করে।
পরে দলীয় কার্যলয়ের সামনে মহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু।
এখানে অরো উপস্থিত ছিলেন মহানগর স্চ্ছোসেবক দল সহ-সভাপতি নুরুল মোমেন কোটন, মতিউর রহমান মিঠু, সিকদার আলমগীর হোসেন, আরমান সিকদার নুন্না, যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজ মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম ইকু সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
অপরদিকে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি এ্যাড আঃ মালেক ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি সহ সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদির নেতৃত্বে টাউন হল চত্বর থেকে একটি আনন্দ র্যালি বেড় করে।
র্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। পরে দলীয় নেতা কর্মীরা একে অপরের মুখে মিষ্টি খাইয়ে দিয়ে আনন্দ- উল্লাস করে।