ভোলায় বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা সদর উপজেলায় নিজ বসতঘরে বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে স্পৃষ্ট হয়ে মো. ইসমাইল মোল্লা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পাট-২ গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ইসমাইল মোল্লা সকাল ৯টার দিকে তার নিজ বসতঘরে একটি বিদ্যুতের বাল্ব লাগাচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।