ভোলার তিন জ্বালানি ব্যবসায়ীকে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৬, সেপ্টেম্বর ০৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিনে ওজনে কম দেওয়ায় তিন জ্বালানি ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। এদের মধ্যে মুন্না ট্রেডার্সের মালিককে পাঁচ হাজার টাকা, রাকিব স্টোরের মালিককে পাঁচ হাজার ও রনি এন্টারপ্রাইজের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান  জানান, উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ক্রেতাদের জ্বালানি তেল ওজনের কম দেওয়ায় তাদের জরিমানা করা হয়।