সিজিপিএ বাতিলের দাবিতে শেবাচিমের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস বর্জন-বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ॥ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (সিজিপিএ) বাতিল ও ক্যারিঅন বহাল রাখার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের (শেবাচিম) শিক্ষার্থীরা। একই সঙ্গে অবস্থান কর্মসূচিও পালন করছে তারা।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর ২টা পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, ২০২১-২২ সেশন থেকে বিএমডিসি ক্যারিঅন বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না। যেটা ক্যারিঅন কার্যক্রমে ছিল না। এতে করে ভবিষ্যৎ চিকিৎসকদের মাঝে সামাজিক বিভেদ সৃষ্টি হতে পারে। এ সময় সিজিপিএ বাতিল কর ক্যারিঅন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে শের ই বাংলা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. জি.এম. নাজিমুল হক জানান, আন্তর্জাতিকভাবে সিজিপিএ সিস্টেম স্বীকৃত। সরকার যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে ভালো। এর ফলে শিক্ষার্থীরা তাদের মেধার যোগ্যতা প্রমাণ করতে পারবে। তারপরও যেহেতু শিক্ষার্থীরা এটা নিয়ে আন্দোলন করছে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
এ বিষয়ে কলেজ উপাধ্যক্ষ মনিরুজ্জামান শাহীন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন কারিকুলাম নিয়ে। এখানের তাদের করার কিছুই নেই। শিক্ষার্থীদের তাদের দাবির বিষয়টি নিয়ে স্মারকলিপি দিলে সেটা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।