দশমিনায় শিক্ষার্থীর লাশ নিয়ে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর দশমিনায় মো. ইফরান হাসান নাবিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দশমিনা সদরের পূজাখোলা এলাকার নানার বাড়ি থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনরা।
পরে হাসপাতাল থেকে পুলিশ থানায় লাশ নিতে চাইলে নিহত শিক্ষার্থীর সহপাঠীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত মতবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
নাবিল হাজিরহাট গ্রামের মো. ইব্রাহিম মৃধার ছেলে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার দিন উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. ইফরান হাসান নাবিলকে তার নানার ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নাবিলের লাশ পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে প্রায় দেড় শতাধিক সহপাঠী পুলিশকে বাধা দেয়। এতে পুলিশ আর শিক্ষার্থীদের সঙ্গে উত্তপ্ত মতবিনিময়ের ঘটনা ঘটে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।