উৎসবের দিনে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে

কামরুন নাহার | ১৬:১৬, এপ্রিল ১৪ ২০২০ মিনিট

আজ বাঙালি জাতির মহা উৎসবের দিন পহেলা বৈশাখ ১৪২৭। ঢাক-ঢোল শাঁখ বাজিয়ে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেয় বাঙালি জাতি। কিন্তু এবার পহেলা বৈশাখ ১৪২৭ উদযাপন করা হচ্ছে ভিন্ন আঙ্গিকে নিজ নিজ গৃহে জনসমাগম না করে সামাজিক দূরত্ব বজায় রেখে। আজকের দিনে জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় বরিশাল নগরীর বিভিন্ন অলিগলি এবং গুরুত্বপূর্ণ সড়ক, কাঁচাবাজার, লঞ্চঘাট, খেয়াঘাট সংলগ্ন স্থানে করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে করা হচ্ছে। দিনভর চলবে জেলা প্রশাসন এর আয়োজনে বরিশাল নগরীতে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রম। আজ ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে বরিশাল নগরীর পুরাতন কালেক্টরেট ভবন বিভাগীয় জাদুঘর সংলগ্ন বরিশাল সিটি কর্পোরেশনের সামনে এ কাজের শুভ সুচনা করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। সিটি কর্পোরেশনের সামনে থেকে সদর রোড হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ভাগ হয়ে ৭ টি গাড়ির মাধ্যমে জীবানুনাশক পানি স্প্রে করা হয়। এ কাজে সহযোগিতা করেন জেলা প্রশাসন বরিশাল, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরিশাল, সহজ ও জনপদ, এলজিআইডি। এসময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরকারি উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা চেষ্টা করছি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রতিটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌছে দেয়ার। তিনি বলেন, ‘এখনো যারা ত্রাণ সামগ্রী পাননি তারা ধৈর্য ধারণ করুন। আপনাদের পরিবারেও ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে। তবে একান্ত যারা কষ্টে আছেন তাদের জেলা প্রশাসনের হেলপ লাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাস শুধুমাত্র করোর একার সমস্যা নয়। এটি এখন সারা বিশ্বের সমস্যা। এর থেকে রেহাই পাওয়ার উপায় একটাই তা হলো ঘরে থাকা। অপ্রয়োজনে বাইরে বের হবেন না। সামাজিক দূরত্ব বচায় রাখুন। মুখে মাস্ক পড়ে কথা বলুন। সচেতন হয়ে নিজে বাঁচুন এবং আপনার পরিবারকে সুস্থভাবে বাঁচতে সহযোগিতা করুন। প্রসঙ্গত, শুরুতেই বরিশাল নগরীতে জীবণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করে বরিশাল জেলা প্রশাসন। প্রথম পর্যায় ফায়ার সার্ভিসের গাড়িতে গোটা নগরীতে জীবাণুনাশক স্প্রে করা হয়। দ্বিতীয় পুনরায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরজুড়ে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়। যা এখনো চলমান রয়েছে।