নিজস্ব প্রতিবেদক ॥ নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনার প্রতিবাদে বরিশালে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) বাদ জুমা বরিশাল নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।
জানাজার নামাজে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজার নামাজ শেষে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ জানান, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ হামলা ও গুলিবর্ষণ করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শনিবার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সামবেশ অনুষ্ঠিত হবে বলে জানান মীর জাহিদুল।