বরিশালে পানিতে ডুবে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।
এদিন দুপুরে পরিবারের সদস্যদের বরাত দিয়ে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী উপজেলা ছাত্রলীগের সদস্য মাসুদ রানা সেরনিয়াবাত (২৭) হুইল চেয়ারে চলাফেরা করতো। সে (রানা) উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুল খালেক সেরনিয়াবাতের ছেলে।
মঙ্গলবার রাত বারোটার দিকে হুইল চেয়ারে করে নিজ বাসা থেকে বের হয়ে পরিবারের সবার অজান্তে রানা ঘরের পার্শ্ববর্তী ডোবার পানিতে পরে যায়। পরবর্তীতে স্বজনরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সে (রানা) মৃত্যুবরণ করেন।
অপরদিকে আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে বুধবার দুপুরে পানিতে ডুবে শাফিন মোল্লা (৭) নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের মনির মোল্লার ছেলে ও আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। শিশু শাফিন পুকুর পারের পথ দিয়ে বাইসাইকেল চালাতে গিয়ে পুকুরের পানিতে পরে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজি করে স্বজনরা পুকুর থেকে মুমূর্ষ অবস্থায় শাফিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।