বরিশালে চোখে কালো কাপড় ও লোহার জিঞ্জির পড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৪, আগস্ট ৩১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  ৪ বছরের ডিপ্লোমাকে ৩ বছরে রুপান্তরের অযৌক্তিক প্রস্তবনার প্রতিবাদে চোখে কালো কাপড় ও হাতে লোহার শিকলের জিঞ্জির পড়ে মানববন্ধন প্রতিকি বিক্ষোভ করেছে বরিশালস্থ সকল সরকারী-বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারন শিক্ষার্থীরা। আজ বুধবার (৩১) আগস্ট প্রচন্ড ভাদ্রের রৌদ্র ক্ষড়তাপের মধ্যে নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালন করেন শিক্ষার্থী ছেলে-মেয়েরা। এসময় বক্তব্য রাখেন ইলেক্টনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী গোলাম নবী,,তৌফিক,রাফাতুল,নাদিম মাহমুদ,রিয়াজুল ইসলাম,রবিউল ইসলাম, রনি শীল,মোঃ সজল,মোঃ জাবের ও সাফিকুল ইসলাম শাফিন। বিক্ষোভ প্রদর্শনকালে বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, আমরা ৪ বছরের কারিগরি শিক্ষা অর্জন করার মাধ্যমে বাবা-মা সহ দেশের সম্পদ হয়ে বেড় হয়ে আসতে চাই। শিক্ষামন্ত্রী দিপু মনির অযৌক্তিক সিদ্ধান্তের কারনে আমরা দক্ষ কারিগরি শিক্ষত হওয়ার চেয়ে আমাদেরকে অদক্ষ বানিয়ে ঝেড়ে ফেলতে চাইছেন। আমরা সকল কারিগরি শিক্ষার্থী ছেলে-মেয়েরা মন্ত্রীর এধরনের সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে লাগাতার কর্মসূচি পালন করছি।   তারা আরো বলেন সরকার আমাদের দাবী পুরন করা না হলে সামনে আমরা দেশব্যাপি অরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।