পাকিস্তান থেকে বিমানে এলো ৮২ টন পেঁয়াজ

কামরুন নাহার | ০৪:৪২, নভেম্বর ২১ ২০১৯ মিনিট

৮২ টন পেঁয়াজ নিয়ে পাকিস্তানের করাচি থেকে ঢাকায় এসেছে সিল্কওয়ে এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, সিল্কওয়ে এয়ারলাইনসের ফ্লাইটে ৮২ টন পেঁয়াজ এসেছে। এই পেঁয়াজ আমদানি করছে সাদ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। পেঁয়াজ দ্রুত খালাসে কাস্টমস হাউস প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক রতন কুমার সরকার বলেন, পাকিস্তান থেকে পেঁয়াজের একটি চালান এসেছে। দ্রুত খালাসের জন্য তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন বলে জানান তিনি।